ঢাকা উত্তর সিটি করপোরেশনের শূন্য মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ০২ ফেব্রুয়ারি এবং প্রর্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার আগারাগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনপ্রিয় মেয়র আনিসুল হকের মৃত্যুতে ওই আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৯/মাহবুব