২১ মে, ২০১৯ ১৬:০০

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে বিএনপি’র স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে বিএনপি’র স্মারকলিপি

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট বন্ধ করা এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বরিশাল মহানগর বিএনপি। একই সাথে পাটকল শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান করেন। 

জেলা প্রশাসকের অনুপস্থিতিতে দপ্তরের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলামের হাতে স্মারকলিপি দেওয়া হয়। 

এতে উল্লেখ করা হয় যে, বোরো ধান নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চলছে। সরকার প্রতিমণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও মধ্যস্বত্তভোগী সিন্ডিকেটের কারণে কৃষক হাতে পাচ্ছে মাত্র ৪’শ থেকে ৫’শ টাকা। এ অবস্থার অবসান না হলে কৃষক ধান চাষ বন্ধ করে দিলে দেশে দুর্ভিক্ষ আসতে পারে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর