খুলনার আড়ংঘাটায় নছিমন ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন আরিফুল ও ইনসান। আজ বৃহস্পতিবার দুপুরে আড়ংঘাটার শহীদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার কুলদিয়া বম্মগাতি গ্রামে ।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, খুলনা থেকে যাত্রীবাহী নছিমন যশোরের দিকে যাচ্ছিল। নছিমনটি আড়ংঘাটার শহীদের মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনে থাকা আরিফুল মারা যান। এসময় ইনসান নামের আরেকজন গুরুতর আহত হন। পরে ইনসানকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান। পুলিশ ঘাতক পিকআপটি জব্দ করেছে।
বিডি-প্রতিদিন/শফিক