সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে বাগমারায় উপহার সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক। শনিবার সকালে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে উপজেলায় বসবাস করা হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় এনামুল হক বলেন, উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে যেনো শারদীয় উৎসবের আনন্দ থাকে, সেজন্য তিনি উপহার সামগ্রী বিতরণ করেছেন। বর্তমান সময়ে প্রতিটি উৎসব সবার। সে যে ধর্মেরই লোক হক না কেন। প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করে থাকে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ।
এর আগে এমপি এনামুল হক তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭৮টি মন্ডপকে অনুদান প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল