কুমিল্লা নগরীর মডার্ন হাই স্কুলের শিক্ষকের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। প্রতিবাদে শনিবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে বিক্ষোভ করে।
শুক্রবার রাতে নগরীর অশোকতলায় ওই স্কুলের প্রভাতী শাখার ইংরেজি বিভাগের শিক্ষক হায়দার আলীর উপর দুর্বৃত্তদের হামলা কয়। পরবর্তীতে শিক্ষক হায়দার আলীর স্ত্রী কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
স্কুলের প্রধান শিক্ষক এ কে এম আক্তারুজ্জামান জানান, শুক্রবার রাতে নগরীর অশোকতলা বাসার সামনে একদল দুর্বৃত্ত কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রভাতী শাখার ইংজেরি বিভাগের শিক্ষক হায়দার আলীর উপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করে। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল হক বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/হিমেল