রাজশাহীতে পারিবারিক কলহের জেরে লিজা রহমান (১৮) নামে এক কলেজছাত্রী শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
শনিবার দুপুরে রাজশাহী মহিলা টিটিসি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।
চিকিৎসক জানান, লিজার শরীরের সামনে কোমরের ওপর থেকে মুখমণ্ডল শ্বাসনালীসহ প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। লিজা রাজশাহী মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লিজা টিটিসি এলাকায় মেসে থেকে পড়াশোনা করতেন।
বিডি-প্রতিদিন/মাহবুব