বৃষ্টি উপেক্ষা করে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীরা মাঠে প্রচারে চালিয়ে যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে এলেও দিনব্যাপী থেমে থেমে বৃষ্টি হওয়ায় জোরালো গণসংযোগ চালাতে পারছেন না প্রার্থীরা। তবে আবহাওয়া কিছুটা ভালো হলেই প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। ভোট প্রার্থনা করছেন।
গত ৪/৫ দিন ধরে রংপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কখনও মুষল ধারে আবার কখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। শনিবারও বৃষ্টি থেকে পরিত্রাণ পায়নি রংপুরবাসী। এই বৈরী আবহাওয়াতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুযোগ পেলেই ছুটেছেন ভোটারদের কাছে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে প্রার্থীদের অনেক পোস্টার ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে। মাইকিংও কার্যত বন্ধ। বৈরী আবহাওয়ায় নগরজুড়ে মানুষের আনাগোনাও কম। শনিবার দুপুরে বৃষ্টি একটু থামলে নগরীর নুরপুর, উত্তর নুরপুর, আর্দশপাড়া এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী রিটা রহমান। এ সময় জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলেন তিনি।
বিকেলে নগরীর শালবন এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। তিনি মনে করেন, মহাজোটের প্রার্থী সাদ এরশাদ নয়, বিএনপির প্রার্থী রিটা রহমানের সঙ্গেই তার প্রতিদ্বন্দ্বিতা হবে।
সন্ধ্যায় রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাদ এরশাদ সাংবাদিকদের বলেন, তিনি রংপুর শহরকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য প্রার্থী হয়েছেন। তিনি রংপুরে গড়তে চান, কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান, আনতে চান গ্যাসও।
বিডি-প্রতিদিন/মাহবুব