বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘অনেক লোক দেখলেই আওয়ামী সরকার আতঙ্কিত হয়ে ওঠে। কারণ ওরা তো অপরাধী, ওরা তো অবৈধ সত্তা নিয়ে ক্ষমতায় বসে আছে। মধ্যরাতের নির্বাচন দিয়ে ক্ষমতায় আছে। লোক দেখানো দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আপনারা অপকর্ম মধ্যরাতের নির্বাচন, ভোট ডাকাতি ধামাচাপা দিতে পারবেন না।’
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, তাদের হাতে পুলিশ, তাদের হাতে র্যাব কিন্তু তা-ও নাকি একটি লোককে খুঁজে পাচ্ছে না। সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে-এই তামাশা কেন? এটা কি মানুষ বোঝে না? এতগুলো ক্যাসিনোর ভাগ কাদের পকেটে যেত?’
দুর্নীতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের পুরো কাপড়টা ময়লা দুর্নীতিতে ভিজে আছে। আপনি প্রধানমন্ত্রী এখন আমেরিকা থেকে বলছেন, দুর্নীতির জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আপনি কি জানেন প্রধানমন্ত্রী, গরিব মানুষের হকের টাকা যায় ত্রাণের তহবিলে? সেখানে মাত্র চার টাকা ভাগে করে পায় গরিব মানুষেরা আর আপনার থানার লোক, দলের ওয়ার্ড লেভেল একটা নেতাকর্মীর চার-পাঁচটা করে বাড়ি। আপনি কি অন্ধ হয়ে গিয়েছিলেন? আপনি কি কোনো দিন তাকিয়ে দেখেননি কী কী ঘটনা ঘটছে?’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন