প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দেশব্যাপী দুর্নীতি, মাদক, জুয়া, ক্যাসিনো'র বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছে ‘জাতীয় মুক্তিযোদ্ধা ফোরাম’। সোমবার রাজধানীর তোপখানা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভায় এই সমর্থন জানানো হয়।
ফোরামের আহ্বায়ক অ্যাড. ঢালী মোয়াজ্জোম হোসেনের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অ্যাড. রুহুল আমিন, শাহাজাহান কবীর, অ্যাড. গোলাম মর্তুজা চৌধুরী, ড. মজিবুর রহমান, কলামিস্ট আবুল কাসেম চৌধুরী, বাবু বিমল চন্দ্র দাস, মমিনুল হক পান্না, নজরুল ইসলাম, অ্যাড. তোরাব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত