১৫ অক্টোবর, ২০১৯ ১৩:২৯

সম্রাটকে ১০ ও আরমানকে ৫ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক

সম্রাটকে ১০ ও আরমানকে ৫ দিনের রিমান্ড

ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ১০ দিন এবং তার সহযোগী দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। 

সম্রাটকে অস্ত্র মামলায় ৫ ও মাদক মামলায় ৫ দিন মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মাদক মামলায় এনামুল হক আরমানকে ৫ দিনের রিমান্ড দেওয়া হ‌য়ে‌ছে।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে সম্রাট ও আরমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

গত ৯ অক্টোবর সম্রাটকে গ্রেফতার দেখানো পূর্বক ২০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। তাই রিমান্ড শুনা‌নির জন্য সে‌দিন আদালত মঙ্গলবার দিন ধার্য ক‌রেন।

এদিকে, ওই‌দিনই এনামুলক হক আরমানকেও মাদক মালায় গ্রেফতার দেখা‌নো হয়ে‌ছে। 

গত ৭ অক্টোবর রমনা মডেল থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেন। এর মধ্যে যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও মাদক মামলায় আসামি করা হয়।

 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর