১৫ অক্টোবর, ২০১৯ ১৮:০২

গাজীপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

‘‘সাদাছড়ি ব্যবহার করে নিশ্চিন্তে পথ চলি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। 

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে গাজীপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনেয়ারুল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু নাসার উদ্দিন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ সদস্য দিলরুবা ফায়জিয়া প্রমুখ। পরে প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন। 

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এটিএম তৌহিদ উজ জামান, রেজিস্ট্রেশন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন, শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জরুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা দেওয়ান মো. আউয়ালসহ সমাজসেবা বিভাগের সকল কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কয়েকশত প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর