সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্যকে আটক করেছে র্যাব ২। মঙ্গলবার রাত আটটার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডের আর এস টাওয়ারের নিচ তলার ইন্টাররিও ডেকোরেশনের দোকান থেকে তাকে আটক করে র্যাব ২।
আটক হরকাতুল জিহাদ সদস্যের নাম মাহফুজুর রহমান (৩২)। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মৃত আব্দুর রহমানের ছেলে।
এ বিষয়ে র্যাব ২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তার কাছে একে-৪৭ রয়েছে। পরে মঙ্গলবার রাতে মোবাইল নম্বর ট্রাকিং করে তাকে আটক করা হয়। হাফেজ মাহফুজুর রহমানের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। তার বাবার নাম আব্দুর রহমান। তার দেওয়া তথ্যে এখন একে-৪৭ উদ্ধারে সাভারের বিভিন্ন পয়েন্টে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জঙ্গি আস্তানার সন্ধান করা হচ্ছে। তার সাথে আরও অন্য কেউ হরকাতুল জিহাদের সদস্য রয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল