কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সু-চিকিৎসার দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, শাহজাহান ফকির, আবু তাহের মুসুল্লি, সাখাওয়াত হোসেন সবুজ, এডভোকেট কাজী খান, জয়নাল আবেদীন, যুবদল নেতা মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্না, মহিলা দল নেত্রী গুল নাহার, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমসহ অন্যরা।
অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।
সমাবেশে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে, সকাল থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন।
বিডি প্রতিদিন/কালাম