বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে খুলনায় ‘বঙ্গবন্ধু দর্শন ও মানব উন্নয়ন’ বিষয়ক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার খুলনা সরকারি মহিলা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।
বাংলাদেশ ব্যাংক, খুলনার মহাব্যবস্থাপক ও খুলনা আঞ্চলিক সেমিনারের আহবায়ক মো. আমজাদ হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, খুলনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিএম জাকির হোসেন এবং বাংলাদেশ ব্যাংক, ঢাকার মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান সরদার।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দর্শন ও মানব উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ