ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের ছড়াইতকান্দি গ্রামে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে আপন চাচা শ্বশুর সফি উল্যাহর (৭০) বিরুদ্ধে শুক্রবার সোনগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে প্রবাসীর স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহমদ জানান, অভিযোগ দায়েরের পর প্রবাসীর স্ত্রীকে হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করার পর জানা যায় সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরে অভোযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
প্রবাসীর স্ত্রী জানান, তার স্বামী গত দুই বছর ওমান প্রবাসী। এই সুযোগে তার চাচা শ্বশুর তাকে কু-প্রস্তাব দেন। গত ১৮ জুন গভীর রাতে চাচা শ্বশুর তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে হুমকিও প্রদান করা হয়। লোকলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে না জানালেও অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর ঘটনাটি শাশুড়িকে জানায়।
ছাড়াইতকান্দি সমাজ উন্নয়ন কমিটির সভাপতি হুমায়ুন চৌধুরী বলেন, এ ব্যাপারে সামাজিকভাবে সালিশি বৈঠক ও ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত সফি উল্যাহ নিজেকে নির্দোষ দাবি করেছেন। শুক্রবার আমরা গৃহবধূকে নিয়ে থানায় মামলা করি।
অভিযুক্ত সফি উল্যাহ নিজেকে নির্দোষ দাবী করে বলেন, ডিএনএ পরীক্ষা করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে। তিনি বলেন, ভূমি বিরোধের জেরে তাকে ফাঁসানো হচ্ছে। মানহানি করার জন্য গৃহবধূর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করবেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক