‘বৃহত্তর বরিশাল অঞ্চলে বোরো ধানের আবাদ ও ফলন বৃদ্ধিতে করণীয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর সাগরদী ধান গবেষণা ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।
‘ব্রি’ গাজীপুরের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (সরেজমিন উইং) চন্ডী দাস কুন্ডু ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘ব্রি’ বরিশালের প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।
সেমিনারে বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং কৃষকরা অংশগ্রহণ করে বোরো ধানের আবাদ এবং ফলন বৃদ্ধিতে নানা মতামত দেন।
কৃষকরা বলেন, খালগুলো পলি পড়ে ভরাট হয়ে গেছে। খালে পানি না থাকায় বোরো আবাদ ব্যহত হচ্ছে। এ কারণে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। বোরো ধানের আবাদ বাড়াতে তৃণমূল পর্যায়ের সকল খাল খননের দাবী জানান কৃষকরা।
জবাবে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, বোরো ধানের আবাদ বৃদ্ধিসহ কৃষির উন্নয়নে সকল খাল খনন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে খালের পাড়ের রেইন্ট্রিগাছগুলো কেটে দেয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম