বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেয়া হয়েছে। বাংলাদেশের জনগণ যেকোন মূল্যে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভুলণ্ঠিত। আজকে মানবাধিকার ভুলণ্ঠিত,গণতন্ত্র অবরুদ্ধ। গণতন্ত্রের মা খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিনের কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপি নেতা আমীরুজ্জামন আমির, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা মোস্তফা জামান,রেজাউল কাইয়ুম,সফিউল আলম রায়হান প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব