বরিশালে এসিডবাহী ট্যাংকলরির চাপায় অভয় দাস (২০) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া তার অপর দুই সহপাঠী গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে এই দুর্ঘটনার পর পুলিশ ওই ট্যাংকলরিটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।
নিহত অভয় দাস একই জেলার গৌরনদী উপজেলার শরিকল এলাকার সজল দাসের ছেলে এবং বরিশালের বেসরকারি ইনফা পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী ছিলো। আহতরা হলেন, একই ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদ এবং অজ্ঞাতনামা একজন। সাদ বাবুগঞ্জের ভূতেরদিয়া গ্রামের নান্নু সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী ৩ তরুণ কাশীপুরের দিকে যাচ্ছিলো। এ সময় রূপাতলীগামী একটি ট্যাংক লরি নথুল্লাবাদ অতিক্রমকালে ওই মোটরসাইকেলকে চাপা দিলে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভয়কে মৃত ঘোষণা করেন।
নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানান, দুর্ঘটনার পর ঘাতক লরির চালক পালিয়ে গেছে। তবে লরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
বিডি প্রতিদিন/হিমেল