রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বিকালে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ করবে দলটি।
রুহুল কবির রিজভী বলেন, আজ সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমিত চেয়েছিলাম। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমিত দিয়েছে। দুপুর দুইটা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার সমাবেশ করার কথা ছিল বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর করা হয়নি। আজ রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রবিবার সমাবেশ করার ঘোষণা দেন রুহুল কবির রিজভী।
বিডি-প্রতিদিন/শফিক