দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
এর আগে শনিবার সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় গতকাল নয়াপল্টনে পূর্বঘোষিত সমাবেশ করতে পারেননি তারা। আজ রবিবার বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে শনিবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি আহ্বান করে বিএনপি। অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত সমাবেশ করতে পারেনি।
বিডি প্রতিদিন/ফারজানা