জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আজ রবিবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক)। কিন্তু শনিবার রাতেই 'অসুস্থ’ হয়ে পড়ায় তাকে রিমান্ডে আনতে পারেনি সংস্থাটি।
দুদক ও কারা সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে অসুস্থ বোধ করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতাল থেকে কারাগারে ফেরত যাওয়ার পরই সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আনা হবে।
এর আগে, ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ওই মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সম্রাটের বিপুল সম্পদের তথ্য উদ্ধারে চেষ্টা করতে চায় সংস্থাটি। এজন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর সম্রাটের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান গণমাধ্যমকে জানান, ‘সম্রাটের হার্টের সমস্যা দেখা দিলে গতকাল রাতে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়।’
বিডি-প্রতিদিন/মাহবুব