রাজধানী ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এলাকায় গ্রেফতারকৃত আসামি মামাকে দেখতে এসে হামলার স্বীকার হয়েছেন বেলাল হোসেন নামে এক ভুক্তভোগী। আজ রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বেলাল হোসেন সাংবাদিকদের জানান, বাদী পক্ষে মাসুদ নামের এক আইনজীবী সহকারি (মুহুরী)সহ ৭/৮ জন মিলে তাকে ও তার স্ত্রীকে মারধর করে।
এর আগে বেলাল হোসেনের মামা মনোয়ার আলীকে শনিবার রাতে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়। এ কারণে মামার সঙ্গে দেখা করতে মামী ও স্ত্রীকে নিয়ে ঢাকার আদালতে আসেন বেলাল। এ সময় বাদি পক্ষের মুহুরি মাসুদ দলবল নিয়ে তাদের মারধর করেন।
এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে। মুহুরি মাসুদ বলেন, আমরা বাদীপক্ষের, আসামি পক্ষ জামিন না পেয়ে আমার গায়ে হাত তুলেছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ