রাজধানীর ফকিরাপুল মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল জলিল (৩৮)।
সোমবার দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় আব্দুল জলিলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সুইটি গণমাধ্যমকে বলেন, তাদের বাড়ি শরীয়তপুরের সখিপুর উপজেলায়। তারা গাজীপুরের কাশিমপুর এলাকায় থেকে ফার্মেসির ব্যবসা করতেন। সোমবার রাতে মোটরসাইকেলে করে মতিঝিল এলাকায় যাওয়ার কথা ছিল জলিলের। পরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের কথা শুনে আমি আসি এবং মৃত অবস্থায় পাই।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম