নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন সাংবাদিকরা। এছাড়া মানিক সাহা স্মৃতি পরিষদ ও তার পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পরে বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহাবুব-উল আলম সোহাগ ও সাধারন সম্পাদক সাঈদুজ্জামান সম্রাট এ সময় বক্তব্য রাখেন।
২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক মানিক চন্দ্র সাহা নিহত হন। তিনি দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বিবিসিতে কর্মরত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব