তৃণমূল এবং সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে সরকার এখন গদি রক্ষার উপায় খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুঃশাসন থেকে মুক্তি পাবার একমাত্র উপায় বর্তমান সরকারের বিদায়।
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত