ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম শাহিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় নগরীর খাগডহর ফকিরবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার (৩৮) কন্যা নাফিয়া আক্তারকে (১২) নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করে। এসময় তাদের বড় মেয়ে লাবণ্য দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন পালিয়ে যায়। দু'জনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত লাবন্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শফিকুল ইসলাম শাহিন পলাতক রয়েছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত