১৬ জানুয়ারি, ২০২০ ১৩:৪০
বিজিএমইএ'র আশ্বাস

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

অনলাইন ডেস্ক

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

বকেয়া বেতন-ভাতার দাবিতে প্রায় দুই ঘণ্টা রাজধানীর শ্যামলী সড়ক অবরোধের পর বিজিএমইএর আশ্বাসে তা প্রত্যাহার করে নিয়েছেন পোশাক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। এদিকে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

এর আগে সকাল ১০টার দিকে বকেয়া বেতন-ভাতা ও নতুন বছরের ইনক্রিমেন্ট ও ছুটি বাবদ টাকার দাবিতে শ্যামলীর সড়ক অবরোধ করেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কের দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শ্রমিকদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলেও শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন।

পরে দুপুর ২টার মধ্যে শ্রমিক প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে মালিক সংগঠন ও গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ঘোষণা এবং দাবি-দাওয়া পূরণের আশ্বাসে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। এর ফলে দুপুর সোয়া ১২টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়েছে।

শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুজ্জামান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর