রাজশাহীতে দুই কর্মচারীর মারামারি থামাতে গিয়ে কৌশিক প্রমানিক মিঠু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কৌশিক প্রমানিক মিঠু রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমাণিক দেবুর বড় ভাই।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এই তথ্য নিশ্চিত করে বলেন, বিকালের মধ্যে নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হবে। এছাড়া এ ঘটনায় বর্তমানে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যামামলা করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মারপিটের ঘটনায় আহত রাহুল আলাদাভাবে একটি অভিযোগ দিয়েছেন। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, কৌশিক প্রামাণিক মিঠু অলিম্পিক বিস্কুট কোম্পানির সুপারভাইজার। তার দু’জন কর্মচারী রয়েছেন। এর মধ্যে একজন ডেলিভারি ম্যান অপরজন ড্রাইভার। এর মধ্যে একজনের নাম সজিবুল ইসলাম (২২) আর কভার্ডভ্যান চালকের নাম রাহুল (২৫)। মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার অফিসে সকালে কোনো একটি বিষয় নিয়ে এরা দু’জনে নিজেরদের মধ্যে ঝগড়া করে। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সবাই মিলে তাদেরকে থামিয়ে দেন। এরা মাল ডেলিভারি দিতে কভার্ডভ্যান নিয়ে দুপুরে মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজারে যান। সেখানে যাওয়ার পর সজিবুল আবারও রাহুলের সাথে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কভার্ডভ্যান চালক রাহুলকে মারপিটও করেন। এ সময় কৌশিক প্রমাণিক তাদের সাথেই ছিলেন। তিনি এদের দু’জনকে থামানোর চেষ্টা করেন। এ সময় সজিবুলের হাতে তিনিও মার খান। পরে রাহুলকে নিয়ে আহত অবস্থায় কৌশিক প্রমানিক মতিহার থানায় সজিবুলের বিরুদ্ধে অভিযোগ করতে যান। থানায় যাওয়ার পর কৌশিক আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগে পথেই কৌশিকের মৃত্যু হয়েছে।
তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও তার ডান কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এখন মারপিটের কারণে তার মৃত্যু হয়েছে, প্রাথমিকভাবে এটুকু বলা যায়। তবে মুত্যুর কারণ মাথায় আঘাত না অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে বলে যাচ্ছে বলে জানান, মহানগর পুলিশের এই ঊর্ধতন কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন