প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাত করলেন চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। নির্বাচনে জয়ের পর প্রথম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ দলের শীর্ষ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জানান নব-নির্বাচিত এমপি।
বৃহস্পতিবার গণভবনে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান এবং আওয়ামী লীগের নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসাও করেছেন বলে জানান চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগ নেতারা ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সরকারের উন্নয়নের কারণে সাধারণ জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। এই সরকার উন্নয়নের সরকার। আজ উন্নয়নের মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী বললেন, এলাকার উন্নয়নের পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে জয় যে নিশ্চিত হয়, এটাই তার প্রমাণ। তাছাড়া আগামীতেও চট্টগ্রাম-৮ আসনের উন্নয়নের জন্য সরকার আন্তরিকতা দেখাবেন বলেও জানালেন নেত্রী।
প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বচ্ছতা, প্রতিদ্বন্দ্বিতামূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তাছাড়া এই এলাকার উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতা করার কথাও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রার্থীকে ভোট নিয়ে জয়যুক্ত করেছেন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
গণভবনের সৌজন্য সাক্ষাতের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এড. বলরাম পোদ্দার, শাহজাদা মহিউদ্দিন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন