শিরোনাম
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
করোনা নিয়েই রাজশাহী থেকে গাজীপুর গেলেন পোশাক শ্রমিক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহীর বাগমারা উপজেলার এক দম্পতির করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে বুধবার। কিন্তু রাতে এ রিপোর্ট হওয়ার আগেই সকালে স্ত্রীকে রেখে গাজীপুর চলে গেছেন আক্রান্ত ব্যক্তি। বৃহস্পতিবার তিনি গাজীপুরের কোনাবাড়িতে পোশাক কারখানায় কাজে যোগও দিয়েছেন।
বিকালে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আক্রান্ত ব্যক্তি জানান, ঈদের আগে তিনি স্ত্রী এবং ছেলেকে নিয়ে গাজীপুর থেকে বাগমারা যান। বাগমারার মাড়িয়া কড়খণ্ড গ্রামে শ্বশুরবাড়িতে ছিলেন। তারপর স্বাস্থ্যকর্মী তাদের নমুনা সংগ্রহ করেন। এরপর গ্রামের লোকজন তাদের বলে ‘রিপোর্ট ভালো’। বাড়ি থেকে বের হতে পারবেন। তাই স্ত্রীকে রেখেই তিনি গাজীপুরে চলে গেছেন।
এই ব্যক্তি জানান, বুধবার তিনি বাগমারা থেকে রাজশাহী শহরে এসেছেন। এরপর একটি বাসে চড়ে গাজীপুর গেছেন। বৃহস্পতিবার তিনি কাজেও যোগ দেন। পরে বাগমারা উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা তাকে ফোন করে করোনা পজিটিভ থাকার বিষয়টি জানান। ওই কর্মকর্তা তার কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। পরে দুপুরে তাকে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।
আক্রান্ত ব্যক্তি জানান, তিনি গাজীপুরে ভাড়া বাসায় আছেন। শারীরিকভাবে সুস্থ আছেন।
গ্রামে ফেরার পর গত ৩০ মে এই দম্পতি এবং তাদের ১০ বছরের এক ছেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার এই দম্পতির করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে নেগেটিভ রিপোর্ট তাদের সন্তানের। এ রিপোর্ট পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে প্রশাসনের একটি দল আক্রান্ত দম্পতির বাড়ি লকডাউন করতে যান। তারা গিয়ে দেখেন, করোনা সংক্রমিত ব্যক্তি বাড়ি ছেড়ে চাকরিতে চলে গেছেন। তবে বাড়িতে তার স্ত্রী-সন্তান আছেন।
বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ বলেন, ওই যুবক যে পোশাক কারখানায় চাকরি করেন, সেখানে যোগাযোগ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটিতে পাঠিয়েছে। আর আক্রান্ত ব্যক্তির স্ত্রী এবং তাদের সংস্পর্শে আসা ১০ বছরের শিশু সন্তান ও দাদিকে আইসোলেশনে নেওয়া হয়েছে।
রাজশাহীতে এ পর্যন্ত ৬৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন ১৩ জন। রাজশাহী মহানগরী এবং জেলার প্রতিটি উপজেলায় করোনার সংক্রমণ পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
১৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ: আর্জেন্টিনার স্কোয়াডে মেসি, নেই মার্তিনেজ
২৬ মিনিট আগে | মাঠে ময়দানে