পাহাড় ও সমতলে নারীদের সমান অধিকার নিশ্চিত করাসহ নয় দফা দাবিতে ‘ধর্ষণবিরোধী সাইকেল র্যালি করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
বৃহস্পতিবার বিকেলে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬০ জন সাইকেল রাইডার অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনীক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, উদীচীর সেক্রেটারি জামশেদ আনোয়ার তপন প্রমূখ।
কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে মেহেদী হাসান নোবেল, আমাদের সমাজে দেখা যায় মেয়েদের অনেক ধরনের কাজ করতে বাধা দেওয়া হয়। এই ট্যাবুর বিরুদ্ধে আমরা এই সাইকেল র্যালি করেছি। আমাদের যে আন্দোলনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমাদের এই ভিন্ন ধরনের আয়োজন। তিনি আরও বলেন, আগামীকাল আমরা শাহবাগ থেকে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত লংমার্চ করবো। এর সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন