বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শিশু একাডেমি কার্যালয়ে রবিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, জুম ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. আহসান হাবিব ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া শিশু একাডেমির পুরস্কার বিজয়ী শিশু ও তাদের অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিরা শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন