১৯ অক্টোবর, ২০২০ ১২:৫০

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪০

অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই মাদক বিক্রি এবং সেবনের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। 

রবিবার সকাল থেতে আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম ৯৪ পুরিয়া হেরোইন, ১২১ বোতল ফেনসিডিল, ২ কেজি ৩৪০ গ্রাম গাঁজা, ৪টি নেশাজাতীয় ইনজেকশন, ১২ ক্যান বিয়ায় ও ৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর