সদ্য প্রয়াত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পরিবারকে একটি ফ্ল্যাট দিল বিএনপি।
আজ দুপুর ২টায় প্রয়াত শফিউল বারী বাবুর ইস্কাটনের বাসায় তার স্ত্রী বীথিকা বিনতে হোসাইনের হাতে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ফ্ল্যাটের প্রয়োজনীয় দলিলপত্র তুলে দিয়েছেন।
এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন শফিউল বারী বাবুর দুই ছেলে-মেয়ে ও বিগত ঢাকা -১০ সংসদীয় আসনের উপ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন