জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমের বিরুদ্ধে আদালত অবমনানর অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আদালতের আদেশ অমান্য করে মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরুষদের টাখনুর উপর পোশাক পরা ও নারীদের হিজাব পরতে নোটিশ দেওয়ায় আদালত অবমনানর অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠানো হয়।
রবিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, ২০১০ সালে হাইকোর্টের এক আদেশে আছে, কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। হাইকোর্টের এ আদেশ অমান্য করে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম ওই প্রতিষ্ঠানের মুসলিম কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে পুরুষদের টাখনুর উপর পোশাক পরা এবং মহিলাদের হিজাব পরার নোটিশ দিয়া আপনি আদালত অবমাননা করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে আপনার বক্তব্য জানাবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে উপস্থাপন করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন