রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ চার জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাদের আটক করা হয়। আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, মালয়েশিয়া থেকে আমদানি করা বিপুল পরিমাণ ‘আইস’ নামে মাদকদ্রব্যের চালান জব্দ করেছে ডিবি গোয়েন্দা রমনা বিভাগ। এ সময় চার জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার