ফ্রান্সে মহানবী (স.) এর অবমাননার ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। ওই সময় বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেন।
শুক্রবার বাদ জুমা ফতুল্লার বৃহত্তম মাসদাইর এলাকার ১২ টি মসজিদের মুসল্লিরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ কর্মসূচিতে মাসদাইর বাইতুস সালাম জামে মসজিদের খতিব ও ইমাম মূসা আল হাবিব বলেন, ফ্রান্সকে জানতে হবে যে আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর জন্য জীবন উৎসর্গ করতে যেকোনো সময় প্রস্তুত থাকি। আমাদের নবী আমাদের কলিজার টুকরা। তাই নবীকে নিয়ে কোনোরকম বেয়াদবি প্রকৃত মুমিন মুসলমান সহ্য করতে পারে না।
বিডি প্রতিদিন/হিমেল