পরিবারের দাবি দেড় মাস আগে জ্বীনে ধরেছে। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লিখন আক্তার (২৫)।
মঙ্গলবার (১২ জনুয়ারি) পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর জামবাড়ি ফকিরবাড়িতে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। এর আগে সোমবার (১১ জানুয়ারি) গভীর রাতে লিখন আক্তার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শেখ মফিজ জানান, পরিবারের দাবি দেড় মাস আগে লিখন আক্তারকে জ্বীনে ধরে। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে লিখন। মঙ্গলবার গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করি।
তিনি আরও জানান, পরে ময়না তদন্তের জন্য লাশ মেডিকেল কলেজে পাঠাতে চাইলে নিহত তরুণীর বাবা মোহন মিয়া রাজি হননি। তিনি কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার ময়না তদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করার অনুমতি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ