রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের সদস্যরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় অভিডান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- মোছা. হাসনা আক্তার ওরফে পুতুল (৩২), মোছা. সাথী আক্তার (২৬) ও মো. ফরহাদ হোসেন (৪২)।
আজ বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বিষয়টি নিশ্চিত করেন।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা জানান, আসামিরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসতেন। এরপর তারা ইয়াবা খুচরা মূল্যে বিক্রি করতেন।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর