১৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৫

মঙ্গলবার থেকে নির্বাহী কমিটি ও জেলা বিএনপি নেতাদের তিন দিনব্যাপী সভা

অনলাইন ডেস্ক

মঙ্গলবার থেকে নির্বাহী কমিটি ও জেলা বিএনপি নেতাদের তিন দিনব্যাপী সভা

বিএনপির কেন্দ্রীয় কমিটির তিনদিনব্যাপী লাগাতার সভার পর এবার তৃণমূলের নেতাদের আরো তিনদিনের মতবিনিময় সভা ডেকেছে বিএনপি।

সূত্রমতে, আগামী ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রথম দিনের সভায় ঢাকা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির ১০৮, ফরিদপুর বিভাগের ১৪ এবং ওই জেলার সভাপতিসহ চারজন মিলে মোট ১২৬ জন নেতা উপস্থিত থাকবেন।

২২ সেপ্টেম্বর (বুধবার) দ্বিতীয় দিনের সভায় মোট উপস্থিত থাকবেন ১২৯ জন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগের জাতীয় নির্বাহী কমিটির ৩৭, কুমিল্লা বিভাগের ২৩, ময়মনসিংহের ১৮, সিলেটের ১৪, রংপুরের ১৭ ও জেলা সভাপতিসহ আরো ২০ জনকে ডাকা হয়েছে।

২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তৃতীয় দিনে ডাকা হয়েছে মোট ১০৮ জন তৃণমূল নেতাকে। তাদের মধ্যে খুলনা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির ৩২, রাজশাহী বিভাগের ৩৫, বরিশাল বিভাগের ২৭ ও জেলা সভাপতিসহ অন্য আরো ১৪ জনকে ডাকা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন দিনের সভাই বিকেল সাড়ে তিনটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

যেসব জেলার সভাপতি-সাধারণ সম্পাদক বা পূর্ণাঙ্গ কমিটি নেই, সেসব জেলায় আহ্বায়ক কমিটির নেতাদের ডাকা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর