৫ ডিসেম্বর, ২০২১ ১১:৪৭

১১ ডিসেম্বর থেকে প্রতি সিটি করপোরেশনে হাফ ভাড়া কার্যকর

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর থেকে প্রতি সিটি করপোরেশনে হাফ ভাড়া কার্যকর

গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনের ফাইল ছবি

আগামী ১১ ডিসেম্বর থেকে দেশের প্রতিটি সিটি করপোরেশনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। 

আজ রবিবার বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

চট্টগ্রামে নগরীতেও ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্তের কথা জানান  

এনায়েত উল্যাহ। তিনি বলেন, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না। 

ঢাকার মতো হাফ ভাড়া কার্যকরে চট্টগ্রামের বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। এ শর্তগুলোও প্রায় একই রকম। ভ্রমণকালে ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন করতে হবে। বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর