ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। এসময় আসামি পক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেন আদালত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে আব্বাস আলীর বিরুদ্ধে মামলা করেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মেমিন। ওই মামলায় গ্রেফতার রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়রকে বৃহস্পতিবার সকালে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। এর আগে বুধবার ভোরে রাজধানীর ঈশাখা হোটেল থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, দুপুরে আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ