প্রয়াত নাসিক কাউন্সিলর আলী হোসেন আলা’র জন্য দোয়া চাইলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে শোক সভায় তিনি প্রয়াত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলা’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বিএসসি’র সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, আদমজী আঞ্চলিক শ্রমকি লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, যুবলীগ নেতা মহসিন ভূইয়া, মাহমুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলী হোসেন আলা।
বিডি প্রতিদিন/আরাফাত