বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার স্বামীকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রীর স্বামী বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে বিএমপি’র বন্দর থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য সাইদুল আলম লিটন ও তার অনুসারী বখাটে জাহিদ হোসেন জয় ও মামুন মোল্লাসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এক দম্পতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে বেড়াতে যায়। এ সময় বখাটে জাহিদ হোসেন জয় ওই দম্পতিকে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্থানীয় লিটন ও জয়ের বাড়ি এবং একটি ক্লাবে হামলা চালায়।
পরে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করে। খবর পেয়ে বিএমপি’র পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী লাঞ্ছনাকারীদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
এ বিষয়ে বিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার ফজলুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর স্বামী সোহাগ হাসান মঙ্গলবার রাতেই বন্দর থানায় সাইদুল আলম লিটন মেম্বার, তার অনুসারী বখাটে জাহিদ হোসেন জয় ও মামুন মোল্লাসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর