সাভারে বায়ুদূষণকারী ছয়টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাভারের নামাগেন্ডা ও বিরুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়সহ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া পরিবেশগত ছাড়পত্র ব্যাতীত কারখানার কার্যক্রম পরিচালনা করায় মধুমতি কেমিক্যালস এবং একটি টায়ার প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাভার নামাগেন্ডার মেসার্স কর্মফুলী ব্রিকসকে পাঁচ লাখ টাকা, মেসার্স একলাছ ব্রিকসকে ২০ লাখ টাকা, মেসার্স মধুমতি ব্রিকসকে পাঁচ লাখ টাকা ও ফিরোজ ব্রিকসকে ছয় লাখ টাকা এবং সাভার বিরুলিয়ার মাহিন ব্রিকস কোম্পানিকে ২০ লাখ টাকা ও রিপন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদকে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ও হায়াত মাহমুদ রকিব এবং হিসাব রক্ষক উজ্জ্বল বড়ুয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক