নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার অভিযোগ করেছেন, তার বাড়ির বাইরে বুধবার রাত ১১টার পর পেট্রোলিং করে ডিবি ও পুলিশ মহড়া দিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের এহেন কর্মকাণ্ড নির্বাচনের সুন্দর পরিবেশকে বিষাদময় করে তুলছে তিনি মন্তব্য করেন। তৈমূর বলেন, তারা আমাদের উসকানি দিচ্ছে যেন আমরা পরিবেশ নষ্ট করি, তবে আমরা পাতা ফাঁদে পা দেব না।
বুধবার (১২ জানুয়ারি) রাতে অভিযোগ করে এসব কথা বলেন তিনি।
তৈমূর বলেন, ‘আপনি মুখে বলেন আপনি জুলুমের বিরুদ্ধে অথচ আপনার অন্তরে বিষ। আপনি আমাদের গ্রেফতার করে, পুলিশ ডিবি দিয়ে নেতাকর্মীদের হয়রানি করে, ভয়ভীতি দেখিয়ে আমাদের ওপর জুলুম করছেন করেন, মনে রাখবেন নগরবাসী আপনার এসব নাটক বুঝে গেছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে, ঢাকার মেহমানদের দিয়ে আমাদের বিরুদ্ধে পুলিশি অত্যাচার করছেন। এগুলোর জবাব আছে, পাবেন। আর এ জবাব নগরবাসী ১৬ জানুয়ারি দেবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ