বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এক দম্পতিকে লাঞ্ছিত করার মামলায় প্রধান অভিযুক্ত স্থানীয় জাহিদ হোসেন জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুর রহমান আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘটনার পর প্রধান আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এক দম্পতি দপদপিয়া সেতুতে বেড়াতে গেলে তাদের লাঞ্ছিত করে স্থানীয় বখাটে জয়। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ এবং ভাংচুর করে। এ ঘটনায় ওই রাতেই একটি মামলা করেন লাঞ্ছিত ছাত্র।
বিডি প্রতিদিন/আবু জাফর