টিএসসির কাওয়ালি জলসায় হামলার প্রতিবাদে পিপলস একটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) "টিএসসির কাওয়ালী জলসায় ছাত্রলীগের ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে ধিক্কার সমাবেশ" লাঠিপেটা করে ভেঙে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল চারটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ ঘটনা ঘটে।
লাঠিপেটায় সংগঠনটির দুই সংগঠক যথাক্রমে শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য মতে , প্রতিবাদ সমাবেশের কর্মীরা সমাবেশ উপলক্ষে বিকাল চারটায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করলে চলমান করোনা বিধিনিষেধে সভা সমাবেশ নিষিদ্ধের কারণ দেখিয়ে তাদেরকে সমাবেশ গুটাতে বলে পুলিশ।
কিন্তু পুলিশের বাঁধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে নিতে থাকে তারা। একপর্যায়ে হামলার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদেরকে লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।
পিপলস এক্টিভিস্ট কোয়ালিশনের সংগঠক রাতুল মোহাম্মদ বলেন, "গতকাল টিএসসিতে কাওয়ালী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকাল চারটায় শাহবাগে ধিক্কার সমাবেশের আয়োজন করি। ব্যানার খুলে দাঁড়াতেই পুলিশ আমাদেরকে বাঁধা দেয়, লাঠিপেটা করে। পুলিশের হামলায় পিপল এক্টিভিস্ট কোয়ালিশনের সংগঠক অন্যতম সংগঠক শিমুল চৌধুরী এবং সজীব তুষার আহত হন’'
লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, "সরকারি বিধিনিষেধ অনুযায়ী কোনো ধরণের সভা সমাবেশ করা নিষিদ্ধ। তারা সমাবেশ করতে চাইলে আমরা তাদের নিষেধ করি। তারপর তারা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনো ধরণের আক্রমণ করা হয়নি।"
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন