বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. তাজমেরী এস ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে তার রাজধানীর উত্তরার বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে বিকেলে আদালতে নিয়ে পুরনো একটি নাশকতার মামলায় তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
প্রফেসর ড. তাজমেরী এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।
একই মামলার প্রধান আসামি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ