লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আবু জাফর সিদ্দিকীকে সভাপতি ও এফবিসিসিআইয়ের সদস্য এইচ.এম. বদরুদ্দোজাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বশীল নেতাদের এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জাতীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এস.এম মোর্শেদ, প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল এবং ভাইস প্রেসিডেন্ট ও সাবেক জেলা প্রশাসক মোঃ হামিদুর রহমান উপস্থিতি ছিলেন।
ময়মনসিংহ জেলা এলডিপির সভাপতির দায়িত্ব পেয়ে ড. আবু জাফর সিদ্দিকী বলেন, কমিটির সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, এককভাবে কিছুই করা যায় না। কর্নেল অলি আহমদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করতে ময়মনসিংহ জেলাকে এলডিপির ঘাটি হিসেবে তৈরি করতে চাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন